নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ৫০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে জনপ্রতি ১২ হাজার টাকা করে ৬ লক্ষ টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপত্বিতে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে এ চেক তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেরিনা আক্তার ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন প্রমুখ।