ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় পুনর্মিলনী উপলক্ষে শুক্রবার ৮ জুলাই বিকেলে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের স্টাফরুমে ব্যাচ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই ২য় পুনর্মিলনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ব্যাচ প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন এসএসসি ১৯৯৪ সাল থেকে ২০২১ পর্যন্ত বিভিন্ন ব্যাচের তিনজন করে প্রতিনিধি। তারা পুনর্মিলনী আয়োজনসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন৷
এ সভায় আরো উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সভাপতি রাহিমা আক্তার , সহ-সভাপতি আবুল হাসনাত মাসুম, সাধারন সম্পাদক কামরুজ্জামান মিঞা, সাংগঠনিক সম্পাদক আমেনা বেগম,
সহসাংগঠনিক সম্পাদক নাজমুল আলম রূপম, অর্থ সম্পাদক মোহাম্মদ ইকবাল মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সিদ্দিকী, ছাত্র কল্যাণ সম্পাদক আলমগীর মোল্লা রবিন, কার্যকরী সদস্য জুয়েল মৃধা পাপ্পু প্রমুখ।