নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন এর সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার প্রমুখ।