আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী বেলাবতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৩ জানুয়ারী) সোমবার সকালে উপজেলার বেলাব পাইলট মর্ডান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মতিউর রহমান, বেলাব সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ, বেলাব পাইলট মর্ডাণ সরকারী মডেল স্কুলের প্রধান শিক্ষক প্রবীর কুমার ঘোম, বাজনাব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক সহ প্রমূখ।