নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহাকে সামনে রেখে গান কবিতার ইউটিউব চ্যানেলের জন্য কবি আমিরুল হাছান লিখেছেন দেহ খাঁচা শিরোনামে নতুন গান। গানটিতে কন্ঠ দিয়েছেন কাজী সায়ক। সম্প্রতি গানটির অডিও এবং ভিডিও’র কাজ সম্পন্ন হয়েছে বলে জানান কাজী সায়ক।
তিনি গানটি নিয়ে বলেন, যে লেখায় বৈচিত্র্যতায় চমৎকার গঠিত গঠন হয়েছে তাই গানটি সুর সঙ্গীত গায়কী ভালো হয়েছে।সৃষ্টিকর্তার বন্দনা আরো বেশী আবেগময় করে ফেলেছে গানটির কথায় ক্ষমা প্রার্থনা করা হয়েছে। এমন আধ্যাত্মিক গানে শিল্পীর পরিপূর্ন তৃপ্তি আসে গায়কিতে।
গানটি নিয়ে কবি আমিরুল হাছান বলেন, সৃষ্টির রহস্যময় জগতের সবকিছুই সৃষ্টির সৌন্দর্যের বিরাজমান। গানের কথাকে কাজী সায়ক সুর সঙ্গীত এবং কন্ঠে এতো সুন্দর করে উপস্থাপন করেছেন যা অতুলনীয়। চমৎকার গায়কী গানটি রিলিজ হলে আশা করি সবারই ভাল লাগবে।