নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ (৬৪) এর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে ঘোড়াশাল রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল সাড়ে তিনটার দিকে অজ্ঞাত এক বৃদ্ধ রেলসেতু দিয়ে হেঁটে পার হওয়ার সময় ঢাকা অভিমুখী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। এসময় তার শরীর থেকে মাথা, হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয় তা জানাতে পারেনি কেউ। পরে ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে ঘোড়াশাল রেলসেতু থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা কেউ বলতে পারছে না কোন ট্রেনে তিনি কাটা পড়েছেন। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।