নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের সহযোগিতায়, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতি পলাশ শাখার আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা সমবায় আদর্শ বিদ্যানিকেতন মাঠে উদ্বোধন করা হয়।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার। আরও উপস্থিত ছিলেন সমবায় আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কানাইলাল গোপ।