নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ পারিবারিক সফরে কানাডায় অবস্থান করায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল-আলম খান মাসুদ।
জানা যায়, গত ২৮ ডিসেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মোয়াজ্জেম হোসেন পলাশ সপরিবারে কানাডায় গিয়েছেন। কানাডায় তাঁর ছেলে লেখাপড়া করছেন। ছেলেকে দেখতে স্ত্রীকে নিয়ে তিনি সেখানে অবস্থান করছেন।
আগামী ১৮ জানুয়ারি চেয়ারম্যান দেশে ফিরে আসবেন বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল- আলম খান মাসুদ।
নরসিংদীর কন্ঠস্বর / মোঃ আশাদউল্লাহ মনা