নিজস্ব প্রতিবেদক : উৎসবমুখর পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন দুরন্ত পলাশ এর চড়ুইভাতি সিজন-৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুর জেলার কালীগঞ্জের ধনপুর বিট নামক স্থানে এই চড়ুইভাতি সিজন-৩ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দুরন্ত পলাশ ও তাদের পরিবারের সদস্য দের মধ্যে টি-শার্ট বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ, মোড়গের লড়াই, দুপুরে সতীনের ছেলে কেউ রাখে না কোলে ইভেন্ট, বিকেলে কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সংগীত, নৃত্য ও শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় দুরন্ত পলাশ সংগঠনের সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল আলিম, সহ-সভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মহি উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পলাশকে সামাজিক কাজের মাধ্যমে একটি আদর্শ উপজেলা হিসাবে বাংলাদেশের মধ্যে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যাক্ত করেন দুরন্ত পলাশ সংগঠনের সবাই।