নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে হলি ক্রিসেন্ট স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার অনুষ্ঠান করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
হলি ক্রিসেন্ট স্কুলের প্রতিষ্ঠাতা ও নরসিংদীর হাজী আবেদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে আহসান মাহবুবের সভাপতিত্বে ফলাফল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আশাদউল্লাহ মনা ও স্কুলের প্রধান শিক্ষক ফারহানা ছিদ্দীকা প্রমুখ।