আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর বেলাবতে মুরগীর খামারের বিষ্ঠার গর্তে পড়ে কায়েছ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার রাজারবাগ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির প্রতিবেশি মামা আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কায়েছ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া এলাকার কাইয়ুম মিয়ার ছেলে। সে রাজারবাগ গ্রামে তার খালু অলফত আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে শিশুটি খালুর বাড়ির পাশেই খেলাধুলা করছিল। এসময় সবার অজান্তে তার খালু অলফত আলীর মুরগীর খামারের বিষ্ঠার গর্তে পড়ে যায়। খোঁজাখুজির পর বিকালে শিশুটিকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, এ ঘটনার ব্যাপারে কিছুই জানি না। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেনি।