নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসানের ২০ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে হাসান স্মৃতি সংসদ ও আওয়ামীলীগের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআন খতম, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ, কাঙালীভোজ ও স্মরণ সভা।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক হাসান অবিভক্ত কালীগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি (১৯৭০) এবং কালীগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন (১৯৭৩)। পরবর্তীতে পলাশ থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত।
তিনি ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যার পর আ.লীগের ক্রান্তিলগ্নে পলাশ থানায় আওয়ামীলীগকে সুসংগঠিত করেছেন। ১৯৮৬ এবং ১৯৯৬ সালে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচন করেছেন।