1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশাল-পলাশ সারকারখানায় পিএলসি শ্রমিক দলের দোয়া ও ইফতার মাহফিল শিবপুরে ভুট্রাক্ষেত থেকে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার ভারত ও দেশে থাকা দোসরের যৌথ চেষ্টায় নির্বাচন বিলম্বিত হচ্ছে : সরদার শাখাওয়াত হোসেন বকুল মাধবদীতে সেবামূলক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’ এর ঈদ সামগ্রী বিতরণ ঢাবি নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ পলাশ উপজেলা ও পৌর ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি হাবিবুল্লার বিরুদ্ধে এতিমদের টাকা আত্মসাতের অভিযোগ নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঈদ উপহার বিতরণ ঈদ উপলক্ষে শিবপুর পৌরসভার উদ্যোগে ভিজিএফ চাল বিতরণ বেলাবতে মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সেলাই মেশিন’সহ অন্যান্য সামগ্রী বিতরণ

নরসিংদীতে আনসার সদস্যদের অস্ত্র-গুলি লুট, ৩৮ ঘণ্টা পর মামলা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ২৪৭ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী বাজারে দায়িত্ব পালনরত দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে গুলিভর্তি ২টি শটগান ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩৮ ঘণ্টা পর মামলা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফুন্নাহার লতিফা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলাটি করেন। মামলায় ১৫-১৬ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়েছে।

এর আগে গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের হাড়িদোয়া নদীসংলগ্ন বাজার বণিক সমিতির আনসার ক্যাম্পের সামনে দুই আনসার সদস্যকে দড়ি দিয়ে বেঁধে ১০টি গুলিভর্তি ২টি শটগান ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই আনসার সদস্য হলেন মো. আনারুল হক ও মো. জাফর ইকবাল।

মামলার এজাহারে বলা হয়েছে, সোমবার দিবাগত রাতে বাজার এলাকায় টহল ডিউটিতে ছিলেন আনারুল, জাফর, রাশেদ ও আতিক নামের চার আনসার সদস্য। রাত দেড়টার দিকে ১৫-১৮ জন দুর্বৃত্ত একাধিক রামদাসহ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ঘিরে ধরে। রাশেদ ও আতিক নামের দুই আনসার সদস্য এ সময় পালিয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন।

পরে দুর্বৃত্তরা আনারুল ও জাফরকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এ সময় দুজনের সঙ্গে থাকা ৫টি রাবার বুলেট ও ৫টি সিসা গুলিভর্তি ১২-বোর পাম অ্যাকশন নামের দুটি শটগান ছিনিয়ে নেয় তারা। পরে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় তাঁদের ফেলে রেখে নদীর পাড় ধরে দুর্বৃত্তরা হেঁটে চলে যায়। খবর পেয়ে রাত দুইটার পর জেলা আনসার ক্যাম্প থেকে সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁদের উদ্ধার করেন।

জানা গেছে, এ ঘটনার ছায়াতদন্ত চালাচ্ছেন র‌্যাব-১১, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা। তাঁরা এরই মধ্যে বাজার এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ বলছে, এসব ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, এই ঘটনায় গতকাল রাতেই থানায় এসে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন সদর উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফুন্নাহার লতিফা। যাচাই-বাছাই শেষে আজ দুপুরে লিখিত অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া দুটি অস্ত্র উদ্ধারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

আনসারের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, ‘টহলরত দুই আনসার সদস্যের ব্যবহৃত শটগান ছিনিয়ে নেওয়ার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। ছিনিয়ে নেওয়া অস্ত্রও উদ্ধার হয়নি। ঘটনার পর থেকেই র‌্যাব, পুলিশ, ডিবি ও পিবিআইয়ের একাধিক দল তদন্ত ও অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করছি।’

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT