1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

বেলাবতে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

আজ রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের হল রুমে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের গভর্নিং বডি’র সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক জহিরুল ইসলাম মৃধার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা।

বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউছার কাজল, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের প্রাত্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মোল্লা,

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের গভর্নিং বডি’র সদস্য মোঃ সালাহউদ্দিন, মোঃ সুলতান আহমদ বাবু, মোঃ হাবিবুর রহমান লিটন মোঃ সাখাওয়াত হোসেন সবুজ, মোঃ আসাদ মিয়া,লাল সবুজ চেতনা সংসদের সভাপতি কাজী শামিম হাসান’সহ প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বৃত্তি প্রাপ্ত ১২ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ১২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT