নরসিংদীর রায়পুরায় ঘরে থাকা বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়ে মোঃ নুরুল ইসলাম (৪০) এক যুবকের মৃত্যুু হয়েছে। আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের বগডরিয়াকান্দি গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম চাঁনপুররের বগডরিয়াকান্দি গ্রামের আলীপুর এলাকার মৃত মো. তাল মিয়ার ছেলে। সে পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, সকালে ঘুম থেকে উঠে নুরুল ইসলাম ব্রাশ করতে করতে ওই সিলিন্ডারের সামনে যান। এসময় সিলিন্ডারটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে নুরুল ইসলামের মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। এসময় আশপাশের লোকজন তার মাথায় পানি ঢালতে থাকে পরে মাথার পিছনের অংশ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে তাকে স্পিডবোট করে ভৈরবের একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
এব্যাপারে চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন মিয়া মুঠোফোনে বলেন, এটি সাধারনত একটি দূর্ঘটনা। নিহত নুরুল ইসলামের স্ত্রী আর ভাই আমার কাছে এসেছিলো বিষয়টি তারা আমাকে অবগত করেছে।
নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম