নরসিংদীর শিবপুরে অবৈধভাবে লালমাটির টিলা ও ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছেন স্থানীয় সাংবাদিক আলম খান।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে জয়নগর ইউনিয়নে কামরাব এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক আলম খান দৈনিক নওরোজ পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি,শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য।
আহত আলম খান জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার কামরাবো গঙ্গাজলি ব্রিজের কাছে সংবাদ সংগ্রহ করতে গেলে কামরাবো গ্রামের জয়নালের ছেলে রনি (৩০) ও সুজাতপুর গ্রামের আবুল হাসেমের ছেলে লুৎফর (৪৮) এর নেতৃত্বে অজ্ঞাত ৩/৪ জন আমার ব্যবহৃত সিনজির গতিরোধ করে। আমি এর কারণ জানতে চাইলে তারা আমাকে গাড়ি থেকে টেনে নামিয়ে কিল ঘুষি মারতে থাকে।
আমি তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলে তারা আমার একটি ডিএসএলআর /হ্যান্ডি ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা এই বলে হুমকি দিয়ে চলে যায় যে এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে সাংবাদিক সাগর-রুনির মতো হত্যা করা হবে।
ঘটনার পর আহত সাংবাদিক শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসক জানিয়েছেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিনিয়র সাংবাদিক আলম খানের উপর হামলায় শিবপুরের বিভিন্ন মহল ও ফেসবুকে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন হামলার শিকার সাংবাদিক আলম খান।