আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার বেলাব সদরে প্রতিষ্ঠিত বেলাব ইন্টারন্যাশনাল স্কুলের ডিজিটালাইজেশন কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১টায় উপজেলার বেলাব ইন্টারন্যাশনাল স্কুলের মাঠে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বেলাব ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক সদস্য মোঃ নাছির উদ্দীন ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন।
আরও উপস্থিত ছিলেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ, বেলাব ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ রুমেল আফ্রাদ রুবেল, আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বশির আহম্মেদ পরশ মোল্লা’সহ বেলাব ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক, ছাত্র-ছাত্রী বৃন্দ।