নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে প্রিয় দল ব্রাজিল হারের পর রাগে- ক্ষোভে দুধ দিয়ে গোসল সেরে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন জুয়েল নামে এক যুবক। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবুর গ্রামে এ ঘটনা ঘটে। জুয়েল হাবিবপুর গ্রামের বাসিন্দা।
ব্রাজিল সমর্থক জুয়েল জানান, তিনি দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের সমর্থক হিসেবে ব্রাজিলকে মনেপ্রাণে ভালোবাসতেন। কিন্তু কয়েকদিন আগে তার দল ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। ব্রাজিল দলের বাজে পারফরম্যান্সের কারণে তিনি ক্ষোভে দল বদলের সিদ্ধান্ত নেন। পরে বন্ধুদের জোরাজুরিতে ধুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দেন।
এ নিয়ে জুয়েলের বন্ধু আবুল বলেন, জুয়েল ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলেন। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছো ট্রাইব্রেকারে ব্রাজিলের হারের পর মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে বন্ধুদের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন। জুয়েল আর্জেন্টিনায় যোগ দেওয়ায় আমরা খুশি।