আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন গুলোসহ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত সর্ব সাধারণের অংশ গ্রহণে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা চত্বর হতে শুরু করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমবেত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু ও সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিকের নেতৃত্বে বিজয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূঁইয়া রিটন,
উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা যুবলীগের আহবায়ক মোশারফ হোসেন রিপন, যুবলীগ নেতা মোঃ বাদল মিয়া, মাহবুব মিয়া, আমলাব ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হাসান ভূঁইয়া’সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।