নাসিম আজাদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে ২৩ জন মাদ্রাসা ছাত্রকে পবিত্র কোরআনে হিফজ ও নাজেরা সবক প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ দেওড়া দারুল কোরআন মৌলভীপাড়া মাদ্রাসায় ছাত্রদের সবক প্রদান করেন সৌদি আরব ধর্ম মন্ত্রনালয়ের মোবাল্লিগ ও নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শায়েখ মাহমুদুল হাসান আল্ মাদানী।
এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে সূধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা টেকনোলজিষ্টের সিইও আলহাজ্ব মোঃ এনামুল হক রিপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান মুফতী ড. মোঃ মফিজ উদ্দীন, তালতলী ঈদগাহ মাঠের খতিব ড. আবুল কাসেম গাজী ও ইছাখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মাসিহুর রহমান মামুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আবদুল বাছেদ,হযরত মাওলানা আবুল কাসেম সিকদার, হযরত মাওলানা রুহুল আমীন, রোমান মিয়া ও হাফেজ মাওলানা বায়েজিদ আহমেদ প্রমুখ।