নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজার বনিক সমিতির সভাপতি মনমোহন দেবনাথ (৮৩) পরলোকগমন করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পরলোকগমন হয়। এ তথ্য নিশ্চিত করেন তার বড় ছেলে হিরা লাল দেবনাথ।
এর আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে মনমোহন দেবনাথ হাসপাতালে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার পরলোকগমন হয়। মনমোহন দেবনাথ ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের মৃত জগবন্ধু দেবনাথের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এবং ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক।
এদিকে আজ শুক্রবার বিকেলে মনমোহন দেবনাথের নিজ বাড়ি পাইকসা গ্রামে তার মায়ের সমাধিস্থলের পাশেই তাকে সমাহিত করা হয়।
নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন