মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ বুধবার বিকেলে পলাশের গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ে গনকবরের পাশে স্মৃতিস্তম্ভের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক সভাপতি মোজাম্মেল হক মন্টু প্রমুখ। আলোচনা শেষে শহীদদের স্মরনে মোমবাতি প্রজ্বলন করা হয়।