1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

নরসিংদী হানাদারমুক্ত দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ বার

আজ ১২ ডিসেম্বর নরসিংদী হানাদারমুক্ত দিবসে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় নরসিংদী সার্কিট হাউজ চত্বর থেকে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নেতৃত্বে র‍্যালিটি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালীতে বীর মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

পরে শিল্পকলা একাডেমীতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী,নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ৭১’র সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT