সিয়াম সরকার, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে আশার আলো বিদ্যানিকতন নামে একটি স্কুলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে চরসিন্দুর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের মালিতা গ্রামে এই আশার আলো বিদ্যানিকতনের উদ্বোধন করা হয়।
চরসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির রাখেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।
বিশেষ অতিথির ব্যক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, আশার আলো বিদ্যানিকেতন এর প্রতিষ্ঠাতা আক্তার আলম, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াস।
এসময় পলাশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ইউপি সদস্যগণ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, আশার আলো বিদ্যানিকেতন পরিচালনা কমিটি সদস্য গণ, এলাকার গন্য মান্য ব্যক্তি, স্কুলের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, স্থানীয় জনগণ, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।