১০ ডিসেম্বর বিএনপির মাহাসমাবেশ কেন্দ্র সারা দেশের মত নরসিংদীতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে চেক পোস্ট বসানো হয়েছে। গণপরিবহন, ব্যাক্তিগত যানবাহন সহ প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন গুলোতে তল্লাসী চালাচ্ছে পুলিশ।
নরসিংদীর ভেলানগর, শাহেপ্রতাব, পাঁচদোনা, মাধবদী, শেকেরচর, ইটাখোলা ঘোড়াশালসহ ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ন পয়েন্ট গুলোতে এসব চেক পোস্ট বসানো হয়েছে। শুক্রবার দিনভর এসব পয়েন্টে তল্লাসী চালানো হয়।
আইনশৃংখ্যলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি ও সংহিংসতা রোধে পুলিশের এই চেক পোস্ট । সমাবেশের নামে যেন কোথাও কোন প্রকার সহিংসতা না হয় তাই প্রতিটি যানবাহনের তল্লাসী চালাচ্ছেন।
তবে সাধারণ মানুষের অনেকেই অভিযোগ করেছেন, এসব চেকিংয়ের কারণে হয়রানির শিকার হচ্ছেন। প্রতিটি গাড়ী ২০ থেকে ৩০ মিনিট পযর্ন্ত থামিয়ে রাখছে। এতে তাদের ভোগান্তি বাড়ছে।