নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম শফি, সাধারণ সম্পাদক আশাদউল্লাহ মনা, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জাহিদ হোসেন, সহ- সভাপতি আক্তারুজ্জামান, আনোয়ার হোসেন আনু, এম এ ওয়াদুদ বাচ্চু, যুগ্ন সম্পাাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সারোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিম আজাদ, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য বোরহান মেহেদী, সাবিদ সরকার সিয়াম, সদস্য মঞ্জুর হোসেন খান, মোঃ পারভেজ আহমেদ, মোঃ মামুন শাহ পিংকু, শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল আলম মাদক, সন্ত্রাস, ইভটিজিং নির্মূলে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন। পলাশ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
উল্লেখ্য, মোঃ রবিউল আলম বিসিএস (প্রশাসন) ৩৪ ব্যাচের বিসিএস ক্যাডার। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ৬ অক্টোবর থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) এর পিএস হিসেবে দায়িত্ব পালন করেন।