ভারতের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) রাতে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বলেও জানান ইমরুল কায়েস।