1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে আ.লীগের শাসনামলে মামলা ও নির্যাতনের শিকার বিএনপির ত্যাগী নেতা অহিদ মেম্বার ‘প্রতিবন্ধীদেরও সমাজে মাথা উচু করে দাড়ানোর অধিকার আছে’ – ইউএনও মাসুদ রানা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল জনতার পার্টি বাংলাদেশ, ঘোষণা আগামীকাল রায়পুরায় ব্র্যাকের ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত রায়পুরায় রেললাইন ধরে হাটার সময় ট্রেনের কাটায় যুবক নিহত নরসিংদীতে ইউপি মেম্বার ও সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা রায়পুরায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড, এক ছাত্রী বহিষ্কার পারভেজ হত্যার বিচারের দাবিতে পলাশে ছাত্রদলের মানববন্ধন পলাশে অবৈধ ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করল পরিবেশ অধিদপ্তর মনোহরদীতে বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিলো ছেলে

রায়পুরায় কলা বাগানে পড়ে ছিল ২ যুবকের ম’রদেহ

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৮৭ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত নামা দুই ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৫ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে রায়পুরার উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলা বাগানে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ জানিয়েছেন, রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলা বাগানে ২টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত দুই ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতার মর্গে প্রেরনের প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয়দের ধারনা অনুসারে ২ ব্যক্তিকে ধারালো কোন অস্ত্র দিয়ে মুখে বিভৎস ভাবে জখম করে হত্যা করা হয়েছে। এছাড়াও ধারালো অস্ত্র দিয়ে লাশ দুটির গলা, মাথা, মুখ, হাতের কব্জি সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়দের ধারনা গতকাল রোববার (৪ ডিসেম্বর) রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, নরসিংদী পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ অর্নিবান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, অফিসার ইনচার্জ আজিজুর রহমান সহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিহতদের লাশ সুরুতহাল করে উদ্ধারের পক্রিয়া চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী সাংবাদিকদের জানান, দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের চেষ্ঠা চালায়। বর্তমানে পুলিশ, পিবিআই, সিআইডি, ডিবি সদস্যরাও লাশ শনাক্তের পাশাপাশি আলামত উদ্ধারে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় এ ঘটনা ঘটতে পারে। নিহতদের পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়না তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT