মোমেন খান | নরসিংদীর কন্ঠস্বর : শিবপুরে ৬জন সিআইজি সমিতির প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২২-২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় প্রদর্শনী মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণে করা হয়।
এ সময় উপস্হিত ছিলেন, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত, নরসিংদী জেলা মৎস্য কর্মকর্তা মো: বেলাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) দিলিপ কুমার ধর, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম, উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশনে সভাপতি মো: অহিদুজ্জামান প্রধান।
প্রদর্শনী প্রাপ্ত চাষীরা হলেন মো: সুমন মিয়া, মো: সাইফুল ইসলাম, লিটন মিয়া, আবু সাঈদ, বকুল ফকির, রতন চন্দ্র বর্মন।