1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ফুটবলের কোনো সীমানা নেই, এটি তারই বার্তা: প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক | নরসিংদীর কন্ঠস্বর :
  • প্রকাশিতঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৩৪৩ বার
(বাম থেকে) ভাইরাল হওয়া ছবি ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ

সম্প্রতি মেসির হাতে বাংলাদেশের পতাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লীগ থেকে শুরু করে জাতীয় দলের খেলোয়াড়ও ছবিটি শেয়ার করেছেন।

‘ভার্চুয়াল উপহার’ হিসেবে এডিট করা ছবিটি বাংলাদেশি অসংখ্য ভক্তের প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে দেখা হচ্ছে। যা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মেসিভক্তরা।

ভাইরাল হওয়া ছবিটি অনেকেই নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছেন আর্জেন্টিনার প্রতি। তাদের মধ্যে একজন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে প্রতিমন্ত্রী লিখেছেন, ইন্টারনেটে সারা বিশ্বের মানুষ দেখেছে বাংলাদেশের পতাকা হাতে ছুটছে মেসি। আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লীগসহ জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় এৃন একটি ছবি তাদের ভেরিফায়েড ফেসবুক এবং টুইটার একাউন্টে শেয়ার করেছেন। যা মুহুর্তেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

তিনি লিখেছেন, বাংলাদেশের অসংখ্য ভক্তের ভালোবাসার প্রতিদান এভাবেই দিচ্ছে আর্জেন্টিনা। ছবিটি এডিট করা হলেও পোস্টগুলো নিঃসন্দেহে অরজিনাল। ফুটবলের কোনো সীমানা নেই, এটি তারই সুন্দর বার্তা।

প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজে পোস্ট করা ক্যাপশন ও ছবি :

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT