নরসিংদীর পলাশে “জেন্ডার ইক্যুইটি এন্ড এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম (GEEP) প্রজেক্টের উদ্যোগে মুভার্স প্রোগ্রামের পার্টনারশিপে সচেতনামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) দুপুরে পলাশের সমবায় আদর্শ বিদ্যানিকেতন এর শিক্ষার্থীদের নিয়ে এই ওয়ার্কশপ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে ১০০ জন শিক্ষার্থীর সাথে ওই প্রজেক্টের মূল উদ্দেশ্য ও সামাজিক সচেতনামূলক বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে জেন্ডার কোয়ালিটি’র পাশাপাশি আলোচনার বিষয়বস্তু ছিল মাসিক স্বাস্থ্য, মাদক থেকে দূরে থাকা, নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও পরিবেশ বিষয়ক সচেতনতা, গুড টাচ ও ব্যাড টাচ, বয়সঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর আত্মরক্ষা বিষয়ক সচেতনতা।
ওয়ার্কশপে উপস্থিত ছিলেন সমবায় আদর্শ বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক কানাইলাল গোপ,, জিপ প্রজেক্টের নরসিংদী জেলার এক্সিউটিভ মেম্বার হাসিনা বেগম ও ভলান্টিয়ার শামিমা শাম্মি প্রমুখ।
শিক্ষার্থীরা জানান, এ ধরণের প্রোগ্রাম হওয়ায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে ও শিখতে পেরেছি।
শেষে ওয়ার্কশপে অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের আয়োজক কর্তৃপক্ষ জিপ প্রজেক্ট (GEEP) এর পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হয়।
নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন