কাতার বিশ্বকাপ মঞ্চে দ্বিতীয় অঘটন ঘটিয়ে চারবারের চ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে জাপান। এমন অঘটন জন্মের পর আরও এক ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছেন জাপানের সমর্থকরা।
বুধবার (২৩ নভেম্বর) কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে জয়ের পরও জাপানিরা নিজেদের স্বভাবসুলভ আচরণ ভোলেননি।
এদিন গ্যালারিতে থাকা জাপানি সমর্থকরা আবারও ব্যতিক্রমী উদ্যোগের জন্য প্রশংসা পাচ্ছেন। কারণ, জয় উদযাপন শেষে ও ফুরবলপ্রেমীদের ফেলে যাওয়া ময়লা আবর্জনা পরিস্কার করেছেন তারা। এর আগে এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও গ্যালারির আনাচে কোনাচে পড়ে থাকা ময়লা পরিস্কার করতে দেখা যায় তাদের।
জাপানি সমর্থকদের ময়লা-আবর্জনা পরিস্কার করার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। এমন কর্মকাণ্ডের পর থেকে নেটিজেনদের সুনাম কুড়াচ্ছেন জাপানিরা। নেটিজেনেরা তাদের ‘নিখুঁত অতিথি’ হিসেবেও অভিহিত করেছেন।
ছবিতে দেখা গেছে, খেলা শেষ হওয়ার পর অধিকাংশ সমর্থক মাঠ ছেড়ে চলে গেছেন। এরমধ্যে বেশ কিছু জাপানি সমর্থক গ্যালারিতে পড়ে থাকা চিপসের প্যাকেট, পলিথিন ও পানির বোতলসহ নানান ধরনের উচ্ছিষ্ট সরাচ্ছেন।
ডেস্ক রিপোর্ট / নরসিংদীর কন্ঠস্বর / এস হোসেন