1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে “বাংলাদেশের অর্জন ও সম্ভাবনা” শীর্ষক আলোচনা সভা রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বিশ্রামাগার থেকে কম্বল ও টিসিবি’র তেল উদ্ধার শহীদ পরিবারকে ভুলে গেলে বেইমানি হবে : খায়রুল কবীর খোকন নরসিংদীতে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বারৈচা বাজারে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘোড়াশালে ট্রাক নষ্ট হয়ে ২ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ খায়রুল কবির খোকন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব নিয়োগ পেলেন পলাশের কৃতি সন্তান শিবপুরে নরসিংদী পেশাজীবী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় ট্রেনে কাটা ৫ মরদেহের পরিচয় শনাক্ত

রায়পুরার মাইক্রোবাসের চাপায় নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২০০ বার

নরসিংদীর রায়পুরায় মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ বুধবার দুপুর পৌনে একটায় ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার ভিটিমরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত দুজনের মধ্যে আবদুর রহমান নামে একজনের নাম পাওয়া গেলেও আরও একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী দুপুর পৌনে একটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভিটিমরজাল সড়ক হয়ে ভৈরব যাচ্ছিলেন। এসময় ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকা গামী মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন ও মোটরসাইকেল থাকা আরও দুই আরোহী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে সাইফুল ইসলাম নামে একজন নিহত হন। পরে গুরুতর আহত অপর দুইজন কে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পতিমধ্যে একজন নিহত বাকি দুইজন আহত হয়। গাড়ি দু’টি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT