নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের মৃত তসার আলীর ছেলে। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার এ তথ্য জানান।
পুলিশ ও স্বজনরা জানান, আজ সোমবার দুপুর ১২টার দিকে হাসান আলী শিবপুরের সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় সিলেটর হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা যমুনা প্লাস পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই হাসান আলীর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার পর অভিযুক্ত বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
নরসিংদীর কন্ঠস্বর / মোমেন খান