মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নরসিংদী জেলা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন ও নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে সোলাইমান সরকারকে সভাপতি ও সাধারণ সম্পাদক হলেন সাইফুল ইসলাম (জিকু) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া, প্রতিষ্ঠাতা মহাসচিব শফিকুল ইসলাম (বাবু), সিনিয়র যুগ্ম মহাসচিব আবু সুফিয়ান ভুইয়া ফারুক, যুগ্ম মহাসচিব মামুনুর রশীদ মামুন, দপ্তর সম্পাদক মশিউর রহমান পিন্টু, নির্বাহী সদস্য মনির হোসেন বিপ্লব ও মমতাজ বেগম শেফালী সহ নরসিংদী জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ মুক্তিযোদ্ধার সন্তানগণ উপস্থিত ছিলেন।