নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়া হাজী ইউনূস আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারের হত্যাকারী ওই প্রতিষ্ঠানের ছাত্র আশরাফুল আহসান জিতুর ফাঁসি ও শিক্ষকদের নিরাপত্তার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ জুন) সকাল ১০ টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধন প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আরিফা, সহকারী প্রধান শিক্ষক মাহমুদা সুলতানা, প্রভাষক এনামুল হক, প্রভাষক অছিম উদ্দিন, প্রভাষক অপু চন্দ দাস, আহসান উল্লাহ, সানোয়ার হোসেন, হেলাল মিয়া, মতিউর রহমানসহ শিক্ষক ও কর্মচারী বৃন্দ।