রক্তমাখা ব্যাগ হাতে স্বামী রবিউলের আর্তনাদ। পাশেই পরে আছে স্ত্রী ইভার নিথর মরদেহ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিশ্চিতপুরে অজ্ঞাত লরির চাপায় স্বামীর সামনেই প্রাণ হারিয়েছেন স্ত্রী ইভা।
এসময় মোটরসাইকেল চালক স্বামী রবিউল আহত হয়েছেন।গতকাল মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইভা সেনানিবাস এলাকার ময়নামতি আকাবপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকার নিশ্চিতপুরে উল্টো পথে আসা একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি লরি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইভা মারা যান। এ ছাড়া মোটরসাইকেল চালক রবিউল আহত হন।
নরসিংদীর কন্ঠস্বর / ডেস্ক রিপোর্ট / স. এস হোসেন /