শেখ মানিক : নরসিংদীর শিবপুর ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কের অধিকাংশ জায়গায় দুপাশে নেই মাটি। আঞ্চলিক এ মহাসড়কে মূল সড়কে মাটির অংশ এক থেকে দেড় ফুট, দুই ফুট এবং কোনো কোনো জায়গায় তিনফুট নিচু হওয়ায় অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে গাড়ী উল্টে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানিয়েছেন। এতে ভোগান্তি আর দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং যানবাহন চালকরা।
সরজেমিন দেখা গেছে, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে শিবপুর পর্যন্ত মূল সড়কে মাটির অংশ এক থেকে দেড় ফুট, দুই ফুট এবং কোনো কোনো জায়গায় তিন ফুট নিচু হওয়ায় অনেক জায়গায় রাস্তার প্রশস্ততা কমে গেছে। ফলে গাড়ি চালানো বা ক্রসিংয়ের সময় একটু অসতর্ক থাকলেই এসব গাড়ি উল্টে যাচ্ছে।
বান্দারদিয়া এলাকার আবদুল হোসেন বলেন, মূল সড়ক থেকে মাটির অংশ নিচু হওয়ায় বাস, ট্রাক, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিকশাসহ হালকা যানবাহনের চালকরা অন্য গাড়ীকে সাইড দিতে গিয়ে নিচু জায়গায় যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা এবং হতাহতের ঘটনা ঘটছে। বান্দারদিয়া এলাকায় মূল রাস্তা থেকে চারফুট নিচু হয়ে গেছে। রাস্তাটি স্থায়ী মেরামত করা প্রয়োজন।
পুরানদিয়া এলাকার শফিকুল ইসলাম বলেন, এই সড়কের অনেক স্থানে দুপাশে মাটি নেই। সড়ক দুর্ঘটনা রোধে জরুরী ভিত্তিতে পাকা রাস্তার পরে ৪/৫ ফুট করে সমান ভাবে মাটি দিতে হবে। এতে করে অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে উল্টে যাবে না।
শিবপুর সড়ক ও জনপথ উপ- বিভাগীয় প্রকৌশলী মো. রাশেদুল হক সরজমিনে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান।