নিজস্ব প্রতিবেদক : “দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যে নরসিংদীর পলাশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় পলাশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে অফিস চত্বরে বেলুন উড়িয়ে এই দিবসের শুভ উদ্বোধন করা হয়।
এসময় অতিথি হিসেবে পলাশ উপজেলার চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সাদিকুল বারী, স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ, পলাশ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশাদউল্লাহ মনা প্রমুখ।