1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ জুন ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের ছুটিতে মির্জানগর ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তোষজনক সেবা প্রদান ইউনিটি ফর সোসাইটি’র উদ্যোগে শিবপুরে খড়িয়া গণ পাঠাগারের উদ্বোধন রায়পুরায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত চর আড়ালিয়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি মামুন এবং সাধারণ সম্পাদক সবুজ রায়পুরায় গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্রী তাফসিরার মৃত্যু পলাশে গণসংযোগে ব্যস্ত সময় পার করলেন মঈন খান নরসিংদীর বেলাবতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ নিহত ১, ১১ পুলিশ সদস্যসহ আহত ২০ ২৫ জেলার ওপর দিয়ে চলছে মৃদু তাপপ্রবাহ পবিত্র হজ শেষে দেশে ফিরলেন ৮৬০৬ জন হাজি: ২৩ জনের মৃত্যু

রায়পুরায় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ, সভাপতিকে হুমকি

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৯৯ বার

নরসিংদীর রায়পুরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরসহ বিভিন্ন অনিয়ম ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো মোস্তাক আহমেদের বিরুদ্ধে।

এ ঘটনায় গত রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুরেহা আক্তার।

জানা যায়, উপজেলার ৬০নং পূর্বহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাক আহম্মেদ গত এক সপ্তাহ আগে ৩-৪ জন শিক্ষার্থীকে মারধর ও রক্তাক্ত করে। শিক্ষার্থীরা মারধরের অভিযোগটি সভাপতিকে জানালে ওই শিক্ষককে বিষয়টি জিজ্ঞাসা করলে সদ্বউত্তর না দিয়ে এড়িয়ে যায়।

পরে এর জেরে তার সমর্থনের লোকজন সভাপতির বাড়িতে এসে কয়েক দফায় পরিবারকে গালমন্দ ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দেয়।

গত তিনমাস আগে মো: মোস্তাক আহম্মেদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন অবস্থায় তাঁর বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে লিখিত অভিযোগ জমা পরে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিটির উপস্থিতিতে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা গোলাম রহমানের তদন্তে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ হতে অপসারণ করা হয়। পরে স্থানীয় প্রভাব দেখিয়ে ওই শিক্ষক স্ব-পদে বহাল থাকতে পায়তারা করেই যাচ্ছে।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুহেরা আক্তার বলেন, সহকারি শিক্ষক মোস্তাক আহম্মেদ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়ার পরও স্ব-পদে থাকার পায়তারাই স্থানীয়দের কে ভুল বুঝিয়ে উনার সমর্থনে তাঁর বাড়ীর লোকজন আমার বাড়িতে এসে কয়েক দফায় আমাকে সভাপতির পদ থেকে সরে যেতে চাপ দিচ্ছে।

সভাপতি আরও বলেন, পাশাপাশি এলাকায় আমাকে এবং আমার স্বামীর নামে মিথ্যা বানোয়াট প্রোপাগাণ্ডা চালিয়েই কান্ত হননি তার লোকজন বাড়িতে এসে অকথ্য ভাষায় গালমন্দ করে বাড়ি ছাড়াসহ প্রাণনাশের হুমকি দেয়। তাদের অত্যাচারে আমি এবং আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। যা তার ইন্ধনেই হচ্ছে।

দীর্ঘদিন যাবত স্থানীয় প্রভাব দেখিয়ে বিদ্যালয়ের পরিবেশ ঘোলাটে এবং পাঠদান ব্যাহত হচ্ছে। উক্ত শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করতে যথাযত কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন সভাপতি সুরেহা বেগম।

অভিযুক্ত শিক্ষক মো মোস্তাক আহমেদকে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান।

রায়পুরা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগটি পাঠানো হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর হোসেন বলেন, অভিযোগটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT