শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া উত্তরপাড়া শাহী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ১১তম ইসলামী মহাসম্মেলন শুক্রবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান বক্তা ছিলেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহম্মদ শফী (রহ:) এর সুযোগ্য খলিফা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়ায়েজ আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল খালেক শরীয়তপুরী।
মাহফিলের বিশেষ বক্তা ছিলেন গাজীপুরের আরাবিয়া জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল গাজী রুহুল আমিন কাসেমী, ইউসুফ বিন এনাম শিবপুরী, মুফতি শেখ আব্দুল কাইয়ুম ও মাওলানা ইয়াহইয়া বিন লাহুরীসহ দেশবরেণ্য আরো অনেক ওলামা মাশায়েখ!
অত্র মাদ্রাসার সভাপতি শামসুজ্জামান মুকুলের সভাপতিত্বে ও মুহতামিম হাফেজ শাহীন রিকাবদার ও এরশাদ সরকারের পরিচালনায় শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত সাড়ে নয়টার পর মুনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।