মোমেন খান,নিজস্ব প্রতিবেদক : শিবপুরে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাতের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুর রহমানের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান, সহকারী কমিশনার ভূমি শরিফ মো: হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া প্রমুখ। এসময় উপজেলার সাতটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে দুই লাখ নয় হাজার টাকার চেক বিতরণ করা হয়।