বরুন চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার : নরসিংদীর পলাশ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে ঘোড়াশালের প্রধান প্রধান সড়কে রথযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বীদের সব শ্রেণি পেশার হাজারো মানুষ।
রথযাত্রার উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর মেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষার। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, রথযাত্রা কমিটি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বরুন চন্দ্র দাস, ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর জুলহাস মিয়া, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসিত দাস, বিশিষ্ট ব্যবসয়াী দিলীপ দাস প্রমুখ।