সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৮ বছর পর নরসিংদীর পলাশ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলালীগের আহ্বায়ক আফরোজা দিলিপের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন, নরসিংদী জেলা মহিলালীগের সভাপতি ফাতেমা সরকার সুমী, সাধারণ সম্পাক ইয়াছমিন সুলতানা,
ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক, ঘোড়াশাল পৌর মেয়র আল
মুজাহিদ হোসেন তুষার প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে আফরোজা
দিলিপকে সভাপতি ও সেলিনা আক্তারকে সাধারন সম্পাদক করে পলাশ উপজেলা মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয়।
নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন /