1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বাসায় ফেরার পথে যুবদল নেতা গুলিবিদ্ধ নারায়ণপুরে খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্র জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে : বিএনপির যুগ্ম মহাসচিব ঘোড়াশালে শিয়ালের কামড়ে তিন নারীসহ আহত ৪ বেলাবতে খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সভা পৃথিবীতে কোন স্বৈরাচারই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেনি : বেলাবতে এড. সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদীতে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী লিমন গ্রেপ্তার ‘বিএনপি ক্ষমতায় আসলে চরাঞ্চলে শান্তি বিরাজ করবে’ : বিএনপি নেতা আশরাফ উদ্দিন পলাশে ৬৫০ জন কৃষক পেলেন সার ও শীতকালীন সবজি বীজ শিবপুরে সৈয়দ নগর হাইস্কুলের প্রধান শিক্ষক মজিবুর এর বিরুদ্ধে থানায় জিডি

শিবপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোমেন খান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ২২৮ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বি.এস ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার তেলিয়া-ঝাউয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন খড়িয়া বন্ধুমহল একাদশ বনাম তেলিয়া-ঝাউয়াকান্দি বৃত্ত মানব কল্যাণ সংঘ। খেলায় টাই-ব্রেকারে বৃত্ত মানবকল্যাণ সংঘ তেলিয়াকে ৪-৫ গোলে পারাজিত করে খড়িয়া বন্ধুমহল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন। ফুটবল খেলা ঘিরে আশেপাশের এলাকার হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

খেলার উদ্বোধন করেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ। নরসিংদী জেলা যুবলীগের সহ-সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনুর পৃষ্ঠপোষকতায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল হাসান সুজনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া,

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা, আব্দুল হাই মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভুইঁয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান ও নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামাল হোসেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT