ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের আকাশে আজ বৃহস্পতিবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই (রবিবার) দেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানি ঈদ উদযাপিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের শেরপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার উপ-পরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান। আজ রাতেই চাঁদ দেখার সংবাদ আনুষ্ঠানিকভাবে জানাবে।