নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মেঘনা নদীর ঘাটে মায়ের সাথে গোসলে নেমে তাওহীদ মিয়া (৯) নামের এক শিশু পানিতে তলিয়ে নিখোঁজ রয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে নরসিংদীর আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজার সংলগ্ন মেঘনা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ তাওহীদ মিয়া ওই ইউনিয়নের নেকজান পুর গ্রামের লিটন মিয়ার ছেলে। দূর্ঘটনার তথ্য নিশ্চিত করেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফরিদুল আলম।
স্থানীয়রা জানান, আজ সকালে মা রেখা বেগমের সাথে ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিল তাওহীদ। তার মা গোসল শেষে ওঠে যাওয়ার সময় তাওহীদকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করে। পরে ঘাটে গোসলরত স্থানীয়রা এগিয়ে এসে নদীর আশেপাশে জাল ফেলে তাওহীদের খোঁজ করে। পরে তাকে খুঁজে না পেয়ে নৌ পুলিশকে খবর জানায় তারা।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফরিদুল আলম জানান, ঘবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি।