নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে আসিফ মিয়া (১৫) নামে এক কিশোরকে মুরগির খামারের একটি ঘরে চার দিন আটক রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে সুলতান মিয়া (৪০) ও নাছির মিয়া (৩৫)। ভুক্তভোগী কিশোর একই ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সংসারের অভাব অনটন দূর করতে কিশোর আসিফ সরকারচর গ্রামের সুলতান মিয়ার মুরগির খামারে সাত হাজার টাকা বেতনে চাকরি নেয়। ২৩ অক্টোবর খামারের সঙ্গে থাকা একটি ঘরের চৌকিতে মুরগির বিষ্ঠা দেখতে পায় সুলতান মিয়ার ভাই নাছির মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে আসিফকে ডেকে এনে চড়থাপ্পড় মারতে থাকেন নাছির। এরপর ২৬ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত তার গলা দা দিয়ে কেটে ফেলার চেষ্টা করাসহ মুরগির খামারে চার দিনব্যাপী আটক রেখে বিভিন্ন কায়দায় অমানবিক নির্যাতন চালানো হয়।
এ ঘটনায় গত শুক্রবার সকালে নির্যাতিত কিশোরের বড় ভাই আব্দুল্লাহ বাদী হয়ে দুজনকে অভিযুক্ত করে পলাশ থানায় লিখিত অভিযোগ করলে অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযানে নামে পুলিশ।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, কিশোর আসিফ মিয়াকে নির্যাতনের ঘটনায় গতকাল সোমবার সকালে থানায় মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্ত সুলতান মিয়া ও নাছির মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।