নিজস্ব প্রতিবেদক : “প্রশিক্ষিত যুব উন্নয়ন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
পলাশ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার সকালে এক যুব র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানজীমা পারভীনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন প্রমুখ।
শেষে ১০ জন যুব ও যুব মহিলাদের মাঝে ৭ লক্ষ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও প্রশিক্ষণ প্রাপ্ত ০৫ জন যুব মহিলাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
নরসিংদীর কন্ঠস্বর/ আ. মনা/এস. সরকার/ স. ১৫.৩৯