নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে এ বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথির বক্তব্য রাখেন কলেজটির গভণিং বডির সভাপতি ও পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের গভণিং বডির বিদ্যুৎসাহী সদস্য শফিকুল ইসলাম, শিক্ষকগণ ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।